রাজনীতির কথা কুরআনে আল্লাহ তায়া’লা সূরা আল- বাকারার ৩০ নাম্বার আয়াতে বলে- আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। তথা নেতা পাঠাবো। নেতারা কি করে? নেতারা কি শুধু ইমামতি আর মসজিদে বসে বসে জিকির করে? নাকি রাষ্ট্র পরিচালনা করে। সমাজ সেবা করে। আরো কত কি কাজ করে। তার মধ্যে - আল আমরু বিল মারুফ ওয়ান্ন নাহি আনিল মুন কার তথা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ কার। একজন বসে বসে শুধু নামাজের আদেশ / দাওয়াত দিলো। আর অৎ কাজের নিষেধ তথা প্রতি বাদ করলো না। ঈমানের হাদিসে আসছে- সে যেন মুখ দ্ন্বারা বাধাঁ,হাত দ্বারা বাঁধা দেয়। শেষে যেন অন্তরে ঘৃণার কথা রাসূল সঃ বলেন। আর অন্তরে তথা মনে মনে ঘৃণা কারী হলো দূর্বল ঈমানদার। সে ইমাম হলে রাজনীতির ওয়াজ পরলো না- চাকরি ভয়ে। চাকরি তথা সভাপতি কে ভয় করলো। আল্লাহ কে ভয় করলো না ইমাম হয়ে। আল্লাহ সকলকে সহি বুঝ দান করুক।
মূল বিষয় হলো রাজনীতি। মহান রব- সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, সারা দুনিয়ার মালিক। রাষ্ট্রেরও মালিক। সব কিন্তু রাজনীতি মানি না কুরআনের আল্লাহ কথা মানি না। সূরা বাকারায় - ইন্নি যা ইলুন ফিল আরদে খালিফা। আল্লাহর তায়ালা ফিরিশতাদের নিয়ে আল্লাহর মন্ত্রী সভায় একক সিদ্ধান্ত জানিয়ে দেন। আমি পৃথিবীতে নেতা পাঠাবো। ফিরিশতারা অনুরুদের স্বরে বলেছিলো- হে রব- আমরাই তো আপনার জিকির, তাসবিহ তথা গুণকীর্তন করতেছি। জবাবে আবার সর্ব শেষ সিদ্ধান্ত জানালেন - আমি যা জানি, তোমরা তা জানো না। অর্থাৎ বিভিন্ন তাফসিরে এটাই স্পষ্ট প্রতিয়মান হয় যে- আল্লাহ দুনিয়াতে খলিফা তথা নেতা পাঠানোই তার আসল উদ্দেশ্য।
রাজনীতির প্রায় নয় শতাধিক আয়াত আছে। যা রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনার ক্ষেত্রে আল্লাহর আইন বা বিধানের উপর কুরআনে আছে। দুঃখ জনক হলেও সত্যি যে, যারা কুরআন-হাদিস জানে না। জানলেও সঠিক তাফসির জানে।জানে না ব্যাখ্যা,বিশ্লেষণ সহ ইসলামিক পূর্ণ নলেজ। ইসলাম বিরোধী বিষয়ে পড়া-শুনা করে। শুধু চাকরির আসায়।দুনিয়বী স্বার্থের জন্য ওল্টা -পাল্টা কথা বলে সমাজের অশান্তি সৃষ্টি করে। সুবিবাদী সেকুলার,জাতীয়াতাবাদীর নামে যারা রাজনীতি করে।
সূরা মায়িদায় ৪৪,৪৫,৪৭ নাম্বার আয়াতে আল্লাহ - ওয়া মান লাম ইয়াহ কুম বিমা আনযালা ল্লাহু ফা উলা ইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান( তথা কুরআন) অনুযায়ী বিচার কার্য পরিচালনা করেনা, তারা কাফের। অর্থাৎ আল্লাহর কুরআনের আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করে না, তারা কাফের। ৪৫ আয়াতে- তারা জালিম। অর্থাৎ আল্লাহর আইনানুযারী যারা রাষ্ট্র চালায় না তারা জালিম শাসক। ৪৭ আয়াতে- তারা ফাসিক। বলা হয়েছে।