কবিতার দেশে
মাওলানা মো: আব্দুল্লাহ আল মামুন
এক-দুই হাঁটি হাঁটি পা পা করে
বিশ-চল্লিশ পেয়ে আজ চুয়াল্লিশে
হাওড়ের ভেলায় দাঁড়িয়ে।
সারা বাংলায় মুসাফির হয়ে
ঘুরে ঘুরে নই ক্লান্ত
কখন মালয় সাগর পারি দিয়ে
কখন আরব সাগর
লাখো দ্বীপের দেশ
যা বৃহৎ মুসলিমের আবাসে
বসে বসে কবিতার দেশে
আবার কখনো মাহাথির দেশে
না ঘুলিয়ে পথ চলা
মুসাফির হয়ে
হিমালয়ের পাদদেশে কবি হয়ে।
আজ কবি শুধু মুসাফির নয়
খলিফার বেশে
সত্যের সন্ধানে
খরবের গন্ধ মাখা নাক
সুউচ্চ করে
ক্যামেরা হাতে
আরেক হাতে মাইক্রো ফোন নিয়ে
খেয়ে না খেয়ে
কবি আর মুসাফির হয়ে
এগিয়ে চলা।
এখনো খবরের গন্ধে সাথে
একটু থামলেই হাঁটি
কবিতার দেশে।