আলহামদুলিল্লাহ।। পাঠকদের জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল। আল্লাহ যেন খবরে মুসাফির তথা মুসফিরের খবর প্রচার খলিফা (ওমর রা:) এর বেশে, সত্যের সন্ধানে। অগ্রনি ভূমিকা রাখতে পারি আমৃত্যু পর্যন্ত। এখানে মুসাফির আরবি শব্দটি রুপক অর্থে জনগণ কে বুঝানো হয়েছে।আর বিশেষ করে মামব জাতী আজীবন দুনিয়াতে থাকতে আল্লাহ পাঠায়নি। পাঠিয়েছেন অল্প সময়ের জন্য তথা মুসাফির বানিয়ে। কখন চেলে যেতে হবে কেহ জানে না। সেহেতু আমি ডাইরেক্ট জনগণ না এমে মুসাফির হিসাবে ব্যবহার করেছি। যারা রাষ্ট্রে বসবাস করে। তাদের সত্য খবর প্রচার সর্বদা প্রস্তুত থাকে সাংবাদ সংগ্রহকারী তথা সাংবাদিক বৃন্দ। আবার মহান আল্লাহর কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ।।