1. khoboremusafirbd2025@gmail.com : দৈনিক খবরে মুসাফির : দৈনিক খবরে মুসাফির
  2. info@www.dainikkhoboremusafir.online : দৈনিক খবরে মুসাফির :
Logo
প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ৬:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৫, ৭:৫৫ পূর্বাহ্ণ

ময়মনসিহে জামায়াতে ইসলামীর হিন্দু শাখার আলোচনা সভা অনুষ্ঠিত: বিশেষ প্রতিনিধি : ময়মনসিংহ : আজ ২৭ জুন সন্ধা ৭:০০ টায় অনুষ্ঠিত হয়ে গেলো ময়মনসিংহ মহানগরীর গাঙ্গিনার পাড়ে জামায়াতের গঙ্গিনার পাড়৷ শাখা অফিসে জামায়াতের হিন্দু শাখার সাংগঠনিক বিষয়ে আলোচনা সভা। উক্ত সভা উপস্থিত ছিলে হিন্দু শাখার মহানগর সভাপতি উত্তম ভট্টাচার্য এবং মহানগরী জামায়াতের আমির এবং ময়মনসিংহ-৪ (সদর)আসনের এমপি পদপ্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুম সহ অনান্য দায়িত্বশীলরা। উক্ত হিন্দু শাখার আলোচনা সভা হিন্দু ধর্মালম্বী শতাধিক সহযোগী,সমর্থক উপস্হিত ছিলেন। অনেক হিন্দু ভাইয়ের একজন বলেন – সব দল দেখেছি এবার জামায়াতকে দেখতে চাই এবং আরেক হিন্দু এডভোকেট ভাই বলেন- জামায়াতের কাছেই আমরা নিপদ এবং জামায়াতের লোকেরা চাঁদবাজি,দূর্নীতি করেন না। তাই আমরা সৎ লোকদের ভোট দিয়ে নির্বাচিত করার আঙ্গিকার করেন সকল সদস্য বৃন্দ।