গত ২৮শে জুন হয়ে গেল সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি আন্দোলন বাংলাদেশের বিশাল জনসভা। যেখানে জামায়াতে ইসলামি সহ আরো অনেক দল অংশগ্রহণ করেন। তারি ধারাবহিকতায় জামায়াতের দলিয় কার্যক্রম অংশ হিসাবে জাতীয় সমাবেশ আয়োজন।
আসছে ১৯শে জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজন করতে যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ।
** ৭ দফা দাবী নিয়ে আসছে।
১# সকল গণহত্যা বিচার।
২# প্রয়োজনীয় মৌলিক সংস্কার।
৩# জুলাই সনদ ও ঘোষনা প্রত্র বাস্তবায়ন।
৪# জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন।
৫#পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান।
৬# প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্হা এবং
৭# লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করনণ।
সূত্র : ঢাকা ভয়েস।