দিন দিন ক্যান্সার ও কিডনি রোগ জনিত কারণে দেশে মৃত্যুর হার বেড়েই চলেছে। আমার বোন, তার বাসুর এক বছরের ব্যবধানে এক পরবারের ২জন ক্যান্সারে মৃত্যু। আরেক কলিগের বাবা, এক ক্লিনিকের পরিচালকের বাবা, আরেক হসপিটালের ওটি ইনচার্জের বাবা ক্যান্সারে আক্রান্ত। চার পাশে শুধু ক্যান্সার আর ক্যান্সারে মিছিল। তাতে বাড়ছে মৃত্যুর মিছিও প্রতি দিন। কতজনার নয়ন ভেজা জলে শিক্ত। আবার কারো বুক ভরা হাহাকার।
কয়েক জন ক্যান্সার বিশেষজ্ঞের সাথে কথা বলে হয়। কি কারণে মরন ব্যধি ক্যান্সারের বয়াবহতা দিন দিন লাশের মিছিল বৃদ্ধি পাচ্ছে? জাতীয় ক্যান্সার ইনিস্টিউটের এক জন বিশেষজ্ঞ চিকিৎসক বলেন– এর প্রধান কারণ হচ্ছে খাবার। তথা বিষাক্ত খাবার। যাতে বিষ তথা কেমিক্যাল যুক্ত ফলমূল। যা বিশেষ করে বিদেশী আমদানী কৃত ফরমালিন যুক্ত ফলমূলই আশি ভাগ দায়ী। বাকী বিশ ভাগ অনান্য কারণে ক্যান্সার হয়ে থাকে। এ ছাড়া পরিবেশ গত কারণেও ক্যান্সারে কারণ হিসাবে চিহ্নিত করা হয়।
ঠিক তেমনি খাবারের কারণেই কিডনি রোগ পচা নব্বই ভাগ দায়ী। বিষাক্ত খাবার কিডনি দিয়ে বের হতে গিয়েই ঘটনা ঘটে তথা কিডনি ডিজিস হয়ে থাকে।
প্রতিকার::
১ # দেশীয় তথা কেমিক্যাল মুক্ত ফল খাওয়া।
২# পরমালিন বা কোন বিষাক্ত খাবার পরিহার করা।
৩# চর্বি যুক্ত খাবার পরিহার করা।
৪# ইমিউন সিস্টেম ডেভেলপমেন্টে জন্য প্রয়োজনিয় খাবার ও মেডিসিন খওয়া।
সবাই সুস্বাস্থ্য কামনায়, আল্লাহ হাফেজ।
কয়েক