বিশেষ প্রতিনিধি :.
ময়মনসিংহের মহানগরীর জামায়াতের আমিরই হলে ইসলামী জোটের তথা জামায়সতে এমপি পদপ্রার্থী হিসাবে গনসংযোগ চালিয়ে যান। আজ বিকালেও ২৭ নং ওয়ার্ডের আকুয়ার বিভিন্ন অলি গলিতে নির্বাচনী গন সংযোগ করেন। সাথে এলাকার জনগণ দাঁড়ি পাল্লার জয় ধ্বনি তে মুখরিত করেন। জামায়াতে প্রার্থী মাওলানা কামরুুল আহসান এমরুল বলেন- এখন পর্যন্ত অন্য কোন দলের কেহ নির্বাচনী মাঠে নেই। সমাজ সংস্কার মূলক কাজে আমরা মাঠে আছি। এবারের নির্বাচনে জামায়াতের পক্ষে জনসমর্থন বা সারা ভালো বলে জানা। আল্লাহ চাহে তো ইসলামের বিজয় হবেই। ইনশায়া আল্লাহ।