নিজস্ব সংবাদদাতা: ময়মনসিংহ।
ময়মনসিংহ নগরিতে থ্রি হুইলার সবুজ সিএনজি এর নাম্বার বিহীন( রেজিষ্ট্রেশন ছাড়া) এখনো আগের মতো ঘুরে ভাড়ায় চলছে। এতে নগরীতে গাড়ির সংখ্যা অধিক্যের কারণে বাড়ছে জানযট সহ নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা।
নগরীর ব্যবস্হতম চরপাড়া এলাকায় ঘটে যাওয়া ঘনার সূত্র ধরে লেখা। দু’জনের মাঝে তুমুলঝগড়া -একজন সিএনজি র ড্রাইভার, আরেক জন কোম্পানির প্রতিনিধি। গাড়ি পার্কিং নিয়ে। কোম্পানির প্রতিনিধি বলেন আমার গাড়ির লাইসেন্স সহ সকল কাগজ প্রত্র আছে। একটু সরিয়ে রেখে আমারটা রাখতে দেন। আর সিএনজি ওয়ালার কোন প্রকার ফিটনেস নেই।
এখানে দাঁড়িয়ে থাকা আরেক জন ভুক্তভোগী লোক বলেন- কোম্পানির লোককে রাখতে দেন। তিনি আর তথ্য দিয়ে বলেন সিএনজির ড্রাইভারা বিভিন্ন মলম পার্টি সহ ছিনতাইকারীদের সাথে জড়িত থাকে। তাই নাম্বার লাগায় না বা রেজিষ্ট্রেশন করে না। রিপোর্ট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসনের কোন কর্মকর্তার সাথে যোগা যোগ হয়নি।