মুসাফির বেশে
কবিতার দেশে
-------------------------
মাও: মোঃ আব্দুল্লাহ আল মামুনমানুষ এসেছে
মুসাফির বেশে।
কাঁদে শুধু একা
সকলে তো হেঁসে।
সকলে মিলে মিশে
চলে কবিতার দেশে।
অথিতি আষাঢ় মাসে
যমুনার জলে ভাসে।যৌবনে এসে
কিল কিলিয়ে হাঁসে।
হাওড়ে ভেলায় ভেসে
শুধুই কবিতার দেশেে
মাঝে মাঝে আনমনে বসে
মোবাইলের সাথে হাঁসে।
পিতা-মা দৌড়ে এসে
দেখে ছদ্ম বেশে।
দু'জনে মিলে বসে
কার সাথে মিশে।ঘুম নাহি আসে
বয়সের মাসে।
সদা কবিতার দেশে
চলে হেঁসে হেঁসে।
কবিতা কে ভালোবেসে
চলে মুসাফির বেশে।
০৩/৭/২০২৫