অফিস রিপোর্টার:ময়মনসিংহ।
ময়মনসিংহ মহানগরীর ব্যস্হতম এলাকা হলো হসপিটাল-ক্লিনিক এলাকা তথা চরপাড়া এলাকা। যেখানে আসে প্রতি দিন পার্শ্ববর্তী জেলার কয়েক লক্ষ মানুষের চিকিৎসার জন্য উপজেলা,গ্রাম থেকে রোগী। বিশেষ করে অসহায় গরীব রোগীদের নেই কষ্টের সীমা। রোগীদের সজনদের তাকে রোগী নিয়ে ব্যস্হতা। আর সে ব্যস্হতার সুযোগ কাজে লাগিয়ে হাতিয়ে নিচ্ছে পকেটের টাকা কিছু চোরেরা। যা আবার ভীড় এলাকা তথা লিপটের মতো জায়গায়।
গত পরশুদিন চুরির ঘটনাটি ঘটে ময়মনসিংহের নামিদামি হসপিটালে উক্ত হসপিটালের ম্যানেজারও সত্যতা স্বীকার এবং নাম প্রকাশে অনিচ্ছুক হয়ে বলেন- দু:খ জনক ঘটনা। চুরির দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে। ওই দিন চোরকে অনেক গণধোলাই দেয়া হয়। জনতা বেশী হওয়াই পরিস্তিতি খারাপ ভেবে অটক রাখার পর মৃত্যু টেকাতে ছেড়ে দেয়া হয়। ঘটনার সময় রিপোর্টারও উপস্হিত ছিলে।
কিছু জনতা বলেন- ময়মনসিংহে চুরি- ছিনতাই বৃদ্ধ পেয়েছ। তারি প্রেক্ষিতে “টিভি নিউজ” হয়েছে কিছু দিন পূর্বে। জন সচেতনতার স্বার্থে এবং ভিড় এরিয়ে চলার পরামর্শে রিপোর্ট লেখা।