নরসিংদীতে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই, শত কোটি টাকা ক্ষতি
হারুনূর রশিদ নরসিংদী :
নরসিংদীর বৃহৎ পাইকারি হাট খ্যাত মাধবদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই, কয়ে কোটি টাকার ক্ষতি হয়েছে।
আজ শুক্রবার (৪ জুলাই) ভোর ৪.০০টায় মাধবদী বাজার চুড়িপট্টি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক ভোর ৫টার দিকে একটি দোকানে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাজারের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে।
স্থানীয়ভাবে মাইকিং করে আগুন লাগার খবর জানানো হয়, এতে ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ফায়ার সার্ভিসকে খবর দিলে মাধবদী, নরসিংদী ও পলাশ ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। এর আগে বজারে থাকা মুদি, মনোহরী, প্লাস্টিক, মুড়ি, ইলেকট্রিক এবং ১৩টি স্বর্ণের দোকানসহ অন্তত অর্ধশতাধিক দোকান পড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অন্তত শতাধিক দোকান পুড়ে গেছে, যার মধ্যে রয়েছে মুদি, মনোহরী, ইলেকট্রিক, প্লাস্টিক, মুড়ি এবং অন্তত ১৩টি স্বর্ণের দোকান। প্রাথমিকভাবে তারা দাবি করেছেন, আগুনে কয়েক কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
তবে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা নিশ্চিত নয়। অনেকেই ধারণা করছেন, কোনো স্বর্ণের দোকান থেকেই আগুনের শুরু হতে পারে।
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান আহমেদ জানান, খবর পেয়ে ভোরেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। মাধবদী, নরসিংদী ও পলাশ ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনি। প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।
#
হারুনূর রশিদ, নরসিংদী।