রায়পুরায় ‘দান’-এর উদ্যোগে জন সচেতনতামূলক মাদকবিরোধী সভা অনুষ্ঠিত :
হারুনূর রশিদ :রায়পুরা প্রতিনিধি :
“মাদক নয়, সুস্থ জীবন বেছে নিন”—এই স্লোগানে নরসিংদীর রায়পুরায় মাদকবিরোধী সচেতনতামূলক সভা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘দান’।
গত কাল ৩জুলাই বৃহস্পতিবার বিকেলে উপজেলার দৌলতকান্দি রেলস্টেশন চত্বরে আয়োজিত এ সভায় স্থানীয় যুবসমাজ, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের সরব উপস্থিতি ছিল।
সভায় সভাপতিত্ব করেন স্টেশন মাস্টার মো. মানিক হোসেন।
প্রধান অতিথি ট্রাফিক সার্জেন্ট মো. কামাল হোসাইন বলেন, “মাদক শুধু একজনকে নয়, পুরো সমাজকে ধ্বংস করে। তরুণদের রক্ষা করতে সামাজিক প্রতিরোধ জরুরি।”
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ছাত্রনেতা আখলাকুর রহমান সজিব, আতাউর রহমান, সজল মাহমুদ, সৌরাব হোসেন বাবু, ওয়াহিদ খন্দকার, মনির আলী, মো. রাজিব, মো. রাশেদ প্রধান, সৌহরাব খন্দকার মানিক মিয়া, জাকির হোসেন বাবুল মেম্বার ও মাহবুবুর রহমান।
বক্তারা বলেন, মাদক প্রতিরোধে শুধু প্রশাসন নয়, পরিবারের ভূমিকাও গুরুত্বপূর্ণ। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা গড়ে তুললে একটি মাদকমুক্ত প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
সভা শেষে ট্রাফিক সার্জেন্ট কামাল হোসেনের উদ্যোগে স্টেশন চত্বরসহ আশপাশের বিভিন্ন স্থানে শতাধিক গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ রক্ষায় এই উদ্যোগে স্থানীয় তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল প্রশংসনীয়।
আয়োজক সংগঠন ‘দান’ ভবিষ্যতেও এ ধরনের জন সচেতনতামূলক ও সামাজিক কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গিকারাবধ্য হয়ে আশাবাদ রেখে সমাপ্ত করেন।