ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষমেলা ২০২৫ চলমান। ০২ জুলাই থেকে ১৬ জুলাই পক্ষকাল ব্যাপি মেলাটি থাকবে।
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ :
ময়মনসিংহ মহানগরীতে চলছে বিভাগীয় বৃক্ষ মেলা। ময়মনসিংহ জেলা প্রশাসন ও ময়মনসিংহ বন বিভাগের উদ্যোগে আয়োজন করা হয়। মেলা প্রদর্শিত হচ্ছে- সার্কিট হাউজ মাঠে। মেলা চলবে ১৬ জুলাই পর্যন্ত।বর্ষাকাল হলো উপযোগী সময় বৃক্ষ রোপনের জন্য। তারি ধারাবাহিকতায় বন বিভাগ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষ রোপনের মাধ্যমে বাংলাদেশ কে রক্ষা ও দেশেরব্মানুষের সুস্থ্যেত জন্য সবুজ পরিবেশর ব্যবস্হা করার জন্য মেলার আয়োজন।
উক্ত মেলায় চল্লিশের অধিক স্টল স্হান পায়। ফুল,ফলজ, ভেষজ, সহ আরো ভিবিন্ন রকমের গাছ-গাছালি রয়েছে। এ ছাড়াও ভিবিন্ন ফলজ গাছের নতুন উদ্ভাবনি বিষয়ে পরামর্শের স্টলও আছে। আছে বীজের বিষেও পরামর্শ ও সংগ্রহের ব্যবস্হা।