কবিরও বেশে
কবিতার দেশে:
মাও: মো: আব্দুল্লাহ আল মামুন
হেটে হেটে ক্লান্ত আজ
কবির বেশে
কবিতার দেশে।
ভেসে ভেসে মেঘের সাজ
গোমটার বেশে
কিল বিলিয়ে হেসে।
মেঘ আর সূর্য মামার দেশে।।।
পথে পথে করে কাজ
ভালোবাসে
নয়নার পাশে।
তলে তলে কী যে লাজ
হিজাবের বেশে
কবিরও পাশে।
নয়নে নয়নারে ভালোবেসে।।
ডুবে ডুবে দরিয়ার মাঝে
ঝিনুকের বেশে
মুক্তো হেঁসে
জলে জলে মাথায় তাজ
ভয় কিসে
কবি সে!
নয়নে নয়নারে ভালোবেসে।।।
বসে সবে খেয়ে নাজ
হুরের বেশে
মনে ভাসে।
মিশে মিশে কত সাজ
স্বর্গের দেশে
কবিও বেশে।
কবি আল