ময়মনসিংহে পবিত্র আশুরা উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ২০২৫ অনুষ্ঠিত :
স্টাফ রিপোর্টার :
আজ ১০ মুহাররম ১৪৪৭ হিজরী। ৬আগস্ট হয়ে গেলো ময়মনসিংহে আশুরা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় নগরীর ২নং ওয়ার্ডের উজান ঘাগড়ায়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন- মাওলানা কামরুল আহসান এমরুল, জামায়াতের ময়মনসিংহ মহানগরীর আমীর এবং আসছে নির্বাচনে জামায়াতে এমপি প্রার্থী হিসাবে মনোনীত পদপ্রার্থী। ময়মনসিংহ _৪ আসেন র তথা ময়মনসিংহ সদরের।
জনাব বলেন-হিজরী সনের মুহাররম মাসে ইসলামের ইতিহাসে ঘটে অনেক ঘটনা। তার মধ্যে আলোচিত ঘটনা হলো হযরত মুহাম্মাদ স: এর দৌহিত্র হাসান রা : শহাদাত বরন। সেই ঐতিহাসিক কারবালার প্রান্তর যা ফুরাত নদীর তীরবর্তী মাঠে ঘটে ছিলো হৃদয় বিদারক ঘটনা। তিনি জিহাদের চেতনার গুরুত্ব আরোপ বলেন- এই কারবালার ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে ইসলামী আন্দোলনের।
আমরা ইয়াজিদের মতো ফ্যাসিবাদের হাতে মরতে চাই না। যুগে যুগে ইয়াজিদ আসবে। আর আমাদের কে বর্তমান, ভবিষ্যত ইয়াজিদের হাত থেকে বাঁচতে হলে- জামায়াতে ইসলামীর মতো ইসলামি সরকার কায়েম করতে হবে।
আপনাদের সার্বিক সহযোগীতা ও দোয়া করি, বলেশেষ করেন