স্টাফ রিপোর্টার:
বিএনপির সাবে্ক স্বরাষ্ট্র প্রতি মন্ত্রী, সাবেক জাতীয় নীরবাহী কমিটির সদস্য, ভারত সরকারের আতঙ্কের নাম বাংলার লুৎফুজ্জামান বাবর এর দল বদলের গুঞ্জন শুনা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বিষয় এখন নিশ্চিত নয়। শুধু গুঞ্জনের বেড়াজালে আটকে আছে। তবে কিছু কিছু জানা যায়- বাংলাদেশ জামায়াতে ইসলামিতে যোগ দিবেন বলে।
তবে এখানো কথা বলার সুযোগ দেয়াই বা বিষয়টি পরিষ্কার নয়। তবে বিশেষ কোন এক সূত্রে জানা যায় - তিনি প্রকাশ্যে এসেই ব্রিফিং দিবেন যদি জামায়াতে যোগদান করেন।
তবে অনেকে মুখে শুনা যায়- তিনি বিএনপির জন্য মামলা খেয়েছেন। কিন্তু বিএনপি দুর্দিনে তার পাশে ছিলো না। যোগাযোগ পর্যন্ত করেনি। সবি বাংলার জনগণ জানে।
বিপরীত পক্ষে তিনি সহ অনেক বিএনপির নেতার- কর্মীরা নাকি জামায়াতের খাবার খেয়ে জেলে দিনানি পাত করেছে। জামায়াতের কিছু নেতারা বলেন।
হয়তো জনগণের প্রত্যাশা পূরণ হবে আর জনাব বাবর মিডিয়াতে এসে ক্লিয়ার করবেন।
###