স্টাফ রিপোর্টার:
আসছে ১৯জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ সফল করার উদ্দেশ্যে ময়মনসিংহ মহানগরী জামায়াতের গণ সংযোগ হয়।।উক্ত গণসংযোগের অংশ হিসাবে লিফলেট বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন মহানগির জামায়াতের আমীর ও জামায়ত কর্তৃক মনোনীত ময়মনসিংহ সদর-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল।
আজ (১০জুলাই) দুপুরে মহানগরির আমিরে নেতৃত্বে গাঙিনারপার এলাকায় লিফলেট বিতরণ আরো আনেক দায়িত্বশীলরাও উপস্থিত ছিলেন।
উক্ত মহা সমাবেসের ৭ দফা কর্ম সূচির বিতরনে অংশ গ্রহনণ করেন মহানগর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, সহ. সেক্রেটারী মাহবুবুল হাসান শামীম, সাংগঠনিক সেক্রেটারী অধ্যাপক আল হেলাল তালুকদার,কর্ম পরিষদ সদস্য হায়দার করিম, খন্দকার আবু হানিফ,ইঞ্জিনিয়ার আব্দুল বারী, ও ডাঃ আজিজুর রহমান প্রমূখ বৃন্দ।।
###