স্টাফ রিপোর্টার:
বর্ষা এলেই বাংলাদেশের প্রকৃতিতে বন্যার জোয়ার বয়তে থকে। কথনো পাহাড়ি ডলে সিলেট, হাওড় এলাকা। ভারতের আসাম,মেঘালয়, পশ্চিম বঙ্গ, সহ মায়ানমারের নাফ নদীর পানি বন্যা হয়ে প্রবেশ করে- বাংলাদেশে বিভিন্ন এলাকায়। এতে নিন্ম এলাকা প্লাবিত হয়ে পরবর্তীতে বয়াবহ বন্যার রুপ নেয় প্রতি বছর।
এখন চলমান ফেনীর বন্যা মায়ানমারের নাফ নদীর অতি বৃষ্টির প্রবল গতির পহাড়ি ডলের কারণ বলে জলবায়ু গভেষকরা জানান।
এতে সরকারী সহযোগীতার পাশাপাশি। ছোট ছোট কিছু সংস্থা বন্যাত্বূদের আর্ত মানবতায় সহযোগীতার হাত বাড়িয়ে দেয়। কিন্তু দু:খ জনক হলেও সত্যি কোন বড় বড় রাজনৈতিক দলের সহযোগী দৃশ্য মান নয়।
শুধু মাত্র বর্তমানে মানবতা ফেরীওয়ালা ডা: শফিকুর রহমান
নামটা জনগন জানে, চিনে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর। সে হিসাবে জামায়াতে- শিবির রাজনৈতিক দলটি শুধু বন্যাত্বদের পাশে দাঁড়ান।
ফটোতে জামায়াত-শিবিরের ছাত্র ও কর্মীরা খাবার নিয়ে যেতে দেখা যায়।