ময়মনসিংহের আঠারবাড়িতে বিএনপির নেতাকে চাদাঁর না দেয়ায় দোকানদার সহ ৩ জন আহত >>> মেডিকেলে ভর্তি ::
মেডিকেল রিপোর্ট : ময়মনসিংহ।
প্রতি দিনেই ঘটছে বিএনপি বনাম বিএনপির দলিয় কোন্দলে জেরে ঝরে যাচ্ছে তাজা প্রাণ। ঘটনা গুলো ঘটছে সারা দেশে দলিয় ঘটনা।
আজ ১২ জুলাই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আঠারোবাড়িতে ঘটনা ঘটে। আঠারো বাড়ির দোকানদার নাম প্রকাশে অনিচ্ছুক। ঘটনা বিভিন্ন সূত্রে জানা যায় বিএনপির কিছু নেতার চাঁদদাবী করে আসে এবং এক পর্যায়ে কয়েক দিন অস্বীকার করলে দোকানের উপর চড়াও হয়।
তাদের কাছে কিছু ভাংচুরের স্হির চিত্রও পাওয়া যায়।
নিরীহ দোকানদার ঘটনা প্রকাশ না করতে অনুরোধ করেন।
একে একে ৩ জন জখম হয়ে অবশেষে ময়মনসিংহ মেডিকেল ভর্তি হয়। রিপোর্ট লেখা পর্যন্ত ভিক্টিম কোন মামলা করেনি নিরাপত্তার ভয়ে।
###