স্টাফ রিপোর্টার::
বাংলাদেশের টপ নিউজ! জাহেলিয়াতের ঘটনা।
নিউজ পড়া,শুনা,দেখতে গেলই শুধু চাঁদাবাজের ঘটনাই বেশী। হত্যা তো আছেই চলমান।। হত্যাও বৃদ্ধির পেয়েছে বলে রিপোর্টও হচ্ছে। কিন্তু কন্ট্রোল কতই বা হয়েছ জনগন, মিডিয়া,প্রশাসন জানে!
সাধারন জনগণ কতটুকু ভয়ে আছে সেটাই দেখার বিষয়।
আর নিরাপত্তা কতটুকু আছে! এবাবে হত্যা করলো চাঁদার তরে। শুধু হত্য নয়! হত্যার পর ইভিডেন্স গোপন করা বা হিংস্র আচরনের বহির প্রকাশ। কোন ভয় নেই অপরাধী। দিনে তথা বিকেলের ঘটনা।
চলমান ঘটনা এক দিনেও হয়নি বলে অনেকে মন্তব্য করেন। খবরের পাতা খুলেই চাঁদাবাজীর ঘটন বৃদ্ধি এবং একটা দলকে নাম আসছে বলেন- প্রত্যেকটা টকশোতে রাজনৈতিক, বিজ্ঞ ব্যাক্তিত্ব সহ অনেকের মত। এমনকি মামলা,আইনের আওতায় আনা হচ্ছে এবং অব্যাহত আছে।
কিছু দলের জড়িত কর্মী, লোকদেরও বহিষ্কার করা হচ্ছে। কিন্তু ফলও বৃথা। কন্ট্রোল হচ্ছে সামাজিক অবক্ষয়ের ঘটনা সমূহ! বাংলাদেশের ঘটনা আবার আন্তর্জাতিক মহলেও ছড়িয়ে যাচ্ছে। বাংলাদেশর ঢাকার মিটফোর্ডের হত্যার ঘটনা এখন জনগণের “””টক অফ দা নিউজ”” হিসেবে প্রচার হচ্ছে গণমাধ্যমে সহ ব্যাক্তিগত সামাজিক যোগাযোগ ফেইসবুক সহ অন্যান্য মাধ্যমে।
সাধারণ ব্যবাসায়ী চাঁদাবাজদের আতংক আরো বৃদ্ধি পেয়েছে বলেন অনেক ব্যবসায়ীদের মন্তব্য। আইন শৃঙ্খলা বাহিনীরও প্রত্যাশা দেশ শান্তিতে ফিরে আসবে।
###