বিএনপি নেতার মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
হারুনূর রশিদ নিজস্ব প্রতিনিধি :
নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রয়াত নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রায়পুরার চর আড়ালিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় জনগণের অংশগ্রহণে এ আয়োজন সম্পন্ন হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন চর আড়ালিয়া ইউপি চেয়ারম্যান মাসুদা জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, বিএনপি নেতা হাবিবুর রহমান সরকার, চর আড়ালিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. হায়দার আলী, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি কেবল সরকার, স্থানীয় বিএনপি নেতা জালাল উদ্দিন মেম্বার, এম এ কুদ্দুস মিয়া, কামাল, আসাদ উল্লাহ ও জসিম উদ্দিনসহ অনেকে।
সভায় বক্তারা প্রয়াত নুরুল ইসলামের রাজনৈতিক জীবনের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, করোনা মহামারির সময় ২০২০ সালে প্রয়াত নুরুল ইসলাম ছিলেন একজন ত্যাগী, সাহসী ও আদর্শবান রাজনৈতিক কর্মী। দলীয় দুঃসময়ে তার বলিষ্ঠ ভূমিকা বিএনপি নেতাকর্মীদের মাঝে প্রেরণার উৎস হয়ে আছে।
আলোচনার শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত শত শত মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।