স্টাফ রিপোর্টার::
একটি (১) পাথরের আঘাতের নৃশংসতার ছবি কি ১ দলের রাজনীতির মাঠ কি ওল্ঠে গিয়ে পাথরের পিঠে?? জনগণ কি বলে--জেনে নিন। তবে "টপ অফ দা কান্ট্রি "" তথা নিউজ পাড়ার টকশোতে রাজনৈতিক বিশ্লেষকদের একটা আলোচনা বিএনপির কি হলো?? কার তথা কোন দলের লাভ, আবার কোন দলের লস।। আলোচনা চলছে রাজনীতির মাঠে।
একটাই আলোচনা সারা বাংলাদেশে। মিটফোর্ডের বিভৎস ঘটনা। হত্যার নমুনা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান।
দলের ভাবমূর্তি আর কত ধরে রাখবে দলের নেতারা। পারছেনা
পাগলা ঘোড়ার মতো লাগাম টেনে ধরে রাখতে।
দলিয় কোন্দলে শতাধিক কর্মী খুন। আবার চাঁদাবাজির হিড়িক চলছে। আবার লিস্টও করেছে প্রশাসন। কিন্তু কিছুই হলো কি?
সোহাগের জীবন গেলো। কত সোগাহ আগে গেছে। আর কত শত যাবে কে যানে?? এ দেশ কি এক ঘোড়ার পিঠ থেকে আরেক ঘোড়ার আরোহি হয়ে চলবে। আর রাজত্ব করে যাবে হত্যার।
জেনে বাংলাদেশ জনগণ। শুধু জেনে নয় চিনেও ফেলেছে ফোটেজ দেখে। কী নৃসংস নরকীয় হত্যা খান্ড।
ছি! ছি! কত কি! কত জনার মন্তব্য। সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে দলের -- অনেক জনার মত এবং রাজনৈতিক বিশ্লেষকদের মত। একজন বলেন-- এক পাথরে জাহেলিয়াত কেও হার মানিয়েছে এবং রাজনীতির ওল্ঠে গেছে। দলের ভোট না হয় কমতে কমতে শূন্যে গেলো! কিন্তু সোহাগ তো আর আসবে না ফিরে পরিবারে।
মূখ্য বিষয় হলো নিহতের দায়ী কে?? এটায় জনগণের প্রশ্ন?
###