মেডিকেল রিপোর্টা:ময়মনসিংহ।
সারা দেশ কাঁদছে এখন মিটফার্মের সোগাহ হত্যার নৃসং-বিভৎস ঘটনায়। ছবি সবার চোখে থাকলেও অন্তরে মানবিকতার আত্মাচিৎকার।
তারি সাথে একাত্তা প্রকাশ করতে ময়মনসিংহ মেডিকেলের কলেজ হসপিটালের শিক্ষার্থীরাব তীব্র প্রতিবাদে হত্যার বিচার সহ সকল চাঁদাবাজি বন্ধে প্রতিবাদে মনব বন্ধন করেন।
আজ ১৩ জুলাই সকাল ৯টায় ময়মনসিংহ মেডিকেল কলেজের গেটে মানব বন্ধন করেন। উক্ত প্রতিবাদের ভাষায় অনেক শিক্ষার্থী নৃশংসতার বর্ণায় তলে ধরেন।
দ্রুত বিচার নিশ্চিত করনে সরকারের প্রতি আহবান রাখেন।
এবং বিশেষ করে চাঁদাবাজি বন্ধের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ এগিয়ে আসারও আহবান জান।
###