স্টাফ রিপোর্টার:
আসছে আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। তারি অংশ হিসাবে সমাবেশ কে সফল করতে কর্মীর যাতায়তে সুবিধার্থে ১০ হাজার বাস রিজার্ভের পাশাপাশি ১টা ট্রেন ঢাকা চট্টগ্রাম রোডে রিজার্ভ করেছে।
অল রেডি ভাড়ার টাকাও পেইড করেছে। বলার অপেক্ষা রাখেনা যে,অনেক রাজনৈতিক দলের মধ্যে সৎ আদর্শ হিসেবে পরিচিত লাভ করেছে। নিজেদের কর্মীদের টাকায় পরিচালিত দলটি চলে। তারা চাঁদাবাজি করেনা বলে কয়েক জনে সাক্ষাৎ কারে বলেন।
বলেন- আৃামাদের হালাল টাকায় দল পরিচসলিত করি। জনগণের কাছ থেকে চাঁদা নেই না। তাই অন্যদের মতো বিনা টিকেটে যেতে চাই না বলেই ট্রেন রিজার্ভ করি।
ট্রেনটি আগামী১৮ জুলাই রাতে চট্টগ্রাম থেকে ঢাকা যাবে। তারি ধারাবাহিকতা পরবর্তী দিন সবাবেশ শেষে ১৯ জুলাই
রাতে ঢাকা থেকে চট্টগ্রামে উদ্দেশ্য রওনা দিবে। ট্রেন টি পিএইটি লেভেলে ২০/৪০ স্পেশাল ট্রেনিটি যাবে।
বাংলাদশ জামায়াতের ইসলামীর ওয়েবসাইটে প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়। সকল কর্মী- সমর্থক কে দলে দলে জাতীয়
সমাবেশে যাবা আহবান জান।
###