স্টাফ রিপোর্টার:
আজ বৃহস্পতিবার ১৭ জুলাই ময়মনসিংহ মহানগরীর রেলওেয়ের কৃষ্ণছুড়া চত্বরে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামেী,ময়মনসিংহ মহানগরী।
গোপালগঞ্জে এনসিপি র মিটিং কে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে সেনাবাহিনীর সাথে বন্ধুক যুদ্ধ হয়। এতে ৪ জন নিহত হয়। প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও গুলা-গুলির ঘটনা ঘটে। অনেকে অস্ত্র হাতের ছবি প্রচার হয় এবং চিহ্নিত হয়। তার প্রতিবাদে ময়মনসিংহ জাময়াতে ইসলামী প্রতিবাদ মিছিল করে।
প্রধান হিসেবে জামায়াতের ময়মনসিংহ মহানগরীর আমীর এবং আসছে সংসদ নির্বাচনের এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ কামরুল আহসান এমরুল বক্তব্য রাখেন। তিনি প্রসাশন কে সতর্ক বার্তা হিসেবে বলেন–ফ্যাসিবদীর পালিত দোসরা জেলখানায় বসে বসে দেশ বিরোধী চক্রান্ত করলে এর দায় প্রসশনকে নিতে হবে। ডিসি, এসপি,ও বিভাগীয় কমিশনার মহোদয়ের নাম উল্লেখ করে বলেন। তিনি দেশের দল,মত নির্বিশেষ সকলকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।
কতিত আছে নিষিদ্ধ ঘুষিত সংগঠনের লোকদের প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের মাধ্যমে সেনাবাহিনীর সাথে বন্ধুক যুদ্ধের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দেশবাসী মর্মাহত ।
আবার সেই ফ্যাবাদ মাথা ছাড়া দিয়ে ওঠে বলে জামায়াতে
অনেক নেতাদের বক্তব্যে ওঠে আসে। তার প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করে বলেন —
্
গোপালগঞ্জে হামলা কেন
প্রসাশন জবাব চাই।
আরো বলে অনেক নেতারা–৫ আগস্ট পলায়নকারীর যেন আবার পূর্বে হেলমেট বাহিনী হয়ে ফিরে না আাসে। তার জন্য দূর্গ গড়ে তুলতে হবে।
###