ময়মনসিংহ রিপোর্টার:
বহুদিন পর আজ ১৭ জুলাই বিকালে দেখা মিললো ময়মনসিংহের মাঠে বিএনপি -র। যুবদলের নেতীত্বে নগরীতে দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মিছিল করে।
সকালে নগরীর বিভিন্ন অলিগলিতে দেখা যায় কিছু লোকের আনাগুনা। ফলো করলে বুঝা যায়,গল্প থেকে শুনা যায় ওনারা বাহিরের কোন এক থানা থেকে এসেছে। বিকালে মিছিল আছে বলতেও শুনা ষায়।
ভালো একটা শো-ডাউন দেয়া উদ্দেশ্যেই তারা আজ ময়মনসিংহে বিভিন্ন জায়গা থেকে আসে। নাম না বলা এক নেতার কথায় লিখা।
সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন স্লোগানও শানা যায়। তবে একটা দলকে উদেশ্য করেই বিভিন্ন স্লোগান দেয়। এটায় পতিয়মান এবং বিভিন্ন মিডিয়ার ভিডিও ক্লিপে শুনতেও পাই।
যুবদলের মিছিল থেকে বর্তমান সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর অবনিতির কথা ব্যানারে লিখা থাকলে শ্লোগানে প্রতিয়মান হয়নি।
এক পর্যায়ে জামায়াত এবং যুবদল একই রোডের মুখো মুখি হয়েও বিপরীত দিকে মিছিল চালিয়ে যায়।
কোন রুপ সংঘর্ষ বা ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ মিছিলে মধ্য দিয়ে শেষ হয়।
###