স্টাফ রিপোর্টার :
আগামী কাল শনি বার ১৯ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর “জাতীয় সমানেশ”। সমাবেশ উপলক্ষে সারা বাংলাদেশ থেকে নেতা কর্মীর আসবে। তাই ১০ হাজার বাস রিজার্ভ করে। বাসের পাশাপাশি চট্টগ্রাম থেকে ১টি ট্রেন রিজার্ভ করে। এখন আরো ১টি ট্রেন রিজার্ভ করে জামায়াত। যা ময়মনসিংহ থেকে ঢাকা যাবে
রিজার্ভ ট্রেন টি ১৯শে জুলাই ভোর ৫.৩০ টায় ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে।
ময়মনসিংহ মহানগরীর আমীর মাওলানা মো:কামরুল আহসান এমরুল বলে- আমরা ইসলামী দল করি। আমরা কারো হক খাই না। সরকার কেও ফাঁকি দেই না। বাংলাদেশ জামায়াতের ইসলামী করতে হলে প্রত্যেক কর্মীকে সৎ হতে হয়। আমাদের আদর্শ আছে। ঋণ থাকলেও রুকন পদ থাকে না।
আমরা অন্য দলের মতো ভাড়া ফাঁকি দেই না। আমরা জনগণ কে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই। আমরা ভাড়া দিয়ে ট্রেন রিজার্ভ করে দৃষ্টান্ত স্হাপন করতে চাই।
আমারা ক্ষমতায় গেলে জণগণের সম্পদ পাহারা দিবে এবং সুষ্ঠ বন্টন করে দবো। যাতে একটা মানুষ গরীব না থাকে।
সকলে কাছে দোয়া কামনা করেন।
###