স্টাফ রিপোর্টার :
জামায়াতের জাতীয় সমাবেশে উপলক্ষে সারা দেশ থেকে নেতা কর্মীরা আসছে। বাস,লঞ্চে, ট্রেনে করে। আজ ১৯ জুলাই জাতীয় সমাবেশে যেতে ময়মনসিংহ মহানগরীর আমীর মাওলানা মোঃ কামরুল আহসান এমরুল এবং মহানগরীর সেক্রেটারির শহিদুল্লাহর কায়সার ট্রেন যাচ্ছেন।
বিষয় হলো দুই জনওই বড় নতা জামায়াতেব। অথচ নেতৃত্ব কাকে বলে তার প্রমাণ স্বরুপ উল্লেখ্য যোগ্য বিষয়। তারা সকল কর্মী কে চেয়ারে বসি দেন। এবং নিজেরা দুই জনই মালবাহী বগিতে ফ্লোরে বসে যান।
আরো করেক থানা আমীরকেও দাড়িয়ে যেতে দেখা যায়। অনেকে বলে আফসোস! এরা এমপি হলে ওমর রা: এর মতো হবে। সঠিক ইসলাম তাদের মাঝে আছে। নেই অহংকার। নেই লোভ লালসা।
###