স্টাফ রিপোর্টার:
জামায়াতের জাতীয় সমাবেশ উপলক্ষে সারা দেশ থেকে নতা কর্মীরা আসতেছে। আজ ১৯ জুলাই জাতীয় সমাবেশে যেতে ময়মনসিংহ মহানগরীর আমীর সকল কর্মীদের ট্রেনের চেয়ারে বসিয়ে দেন। আর মহানগর আমীর ও সেক্রেটারির দু’জনে ট্রেনের মালের বগিতে বসে যান।
জামায়াতের নেতাদের কাছ থেকে শিখার আছে। অনান্য দলের নেতাদের মতো নয়। নেতারা আরাম আয়েশ করবে। আর কর্মীরা ফ্লোরে বসে যাবে, তা ইসলামে বললেনি। রাসূল স: শিখায়নি। আমরা সে দলের লোক। বলেন ময়মনসিংহ মহানগরীর আমীর। তিনি আবার ময়মনসিংহ -৪ আসনের এমপি পদপ্রার্থী। আমীরের সফর সঙ্গী হিসেবেই পাশে আছেন। মহানগরীর সেক্রেটারির শহিদুল্লাহ কায়সার।
সকলের কাছে দোয়া কামনা করেন। সম্মানীত দায়িত্বশীল দ্বয়।
###