বিশেষ প্রতিনিধি :
এক মাস হলো রেলওয়ের সম্পত্তির উচ্ছেদ অভিযান হলো। রেল লাইনে দুই রাস্তার পাশে বে কেহ দোকানের ঘর তুলনি। কিন্তু বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের দলীয় অফিস স্হাপন করে বড় বড় দল গুলো। এটা দিনের আলোর মতো সত্য সারা বাংলাদেশের জনগণ জানে।
তাই এলাকার প্রভাবশালীদের প্রভাবেই দখলী সাইনবোর্ড স্হাপন করে। এটা নমুনা মাত্র। ক্ষমতার পালাবদলে হয়। স্হানীয় কিছু লোক বলেন। নাম প্রকাশে অনিচ্ছুক। রিপোর্ট লেখা অবস্থায় প্রশাসনের কারো সাথে কথা হয়নি।
শুধু জন স্বার্থে সরকারি সম্পত্তি বিধায় রিপোর্ট করা। আর দুই পাশে সড়ক পরিবহনের রাস্তা মাঝে রেললাইন, আবার রেল ক্রসিং সহ তিন রাস্তা।
তাই শুধু জন দূরভোগ সহ এক্সিডেন্ট প্রবণ এলাকা হওয়াই
সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণে করছে এলাকার সচেতন নাগরিক বৃন্দ।